Skip to content

করবি আমার সাথে প্রেম – মারুফ সরকার মুন্না

করবি আমার সাথে প্রেম ?
সুখ কিনেছি গো – সুখ কিনেছি ;
সাড়ে তিন গ্লাস যন্ত্রণা চড়া দামে বেচে,
সুখ কিনেছি গো – সুখ কিনেছি।
হরেক রকমের সুখ ; লাল সুখ, নীল সুখ ,
ল্যাংড়া সুখ আরো রংবেরঙের কত্তো সুখ !
শ্বেত পাথরে ছোঁয়ায় উধাও হবি দুঃখ-কষ্টের অসুখে ,
তোকে নিয়ে নিখোঁজ হবো হরেক রকম সুখে।
করবি আমার সাথে প্রেম ?
আমি তোক্কে মেলা বাসবো ভালো।
তোর স্পন্দন আজ নিস্তব্ধতায় হয়েছি অপহরণ ,
আমার অস্তিত্বের অম্লজানের রূদ্ধশ্বাস –
তবে কি বহির্বিন্যাসের প্রেমের পূর্বাভাস ?
চোখ ভরে দৃপ্ত আলোকচ্ছটায় তোকে দেখবো –
তোর খোপার মায়ামৃগে কাঠগোলাপের চঞ্চলতার নৃত্যে ,
রুপরসের তপ্ত দ্রোহে বিষপান করতেও রাজি।
সিক্ত ঠোঁটের হাসিতে নির্জন দুপুরে –
দেখুক সবাই আমাদের নষ্টামি ;
তাতে কার কি যায় আসে ?
তোর অনিষিদ্ধ ওষ্ঠে ;
তৃষ্ণার্ত উষ্ণ অনুভূতিগুলো তৃপ্তিকর ,
তোর রাঙা পায়ে নুপুরের অভিলাষে তলিয়ে গেলাম ,
উষ্ণ-শীতল শরীরের ক্ষুধার্ত গন্ধে মাতাল আমি।
নিস্তব্ধ-নির্বাক দগ্ধ চাঁদের আত্মাহুতিতে তুই কলঙ্কিনী –
দীর্ঘশ্বাসের মায়াবদ্ধ রশ্মিজালের উত্তাপ ফেলেছি ;
তোর বুকে।
সইতে পারবি কি ভালোবাসার নিষ্পেষিত অগ্রাভিমুখে ?
আমার সাধ্য কিবা ধরে রাখার তোকে।
করবি আমার সাথে প্রেম ?

করবি আমার সাথে প্রেম ____ মারুফ সরকার মুন্না

মন্তব্য করুন