চোখ নিভে আসছে,
বুকের ভিতর জ্বলছে আগুন,
পানির দামও অনেক।
মানবিক বাগান আজ অনেক দূরে
তবুও বেঁচে আছি যাইনি মরে;
কোনো এক প্রত্যাশায়,
বুকের ভিতর হাহাকার আর যন্ত্রণায়,
দেখছি শুধু আপন প্রাণ নিরূপায়।
আর কত! আর কত!
কেন আজ আমি নিশ্চুপ!
কোথায় স্তম্ভিত!
কিসে আজ বাধাঁ মোর মন!
কিসে দেখাচ্ছে ভয়! কতক্ষণ!
আজ আছি কাল নেই;
এই তো?
হাহাকার আর আর্তনাদ আমায় অব্যাহতি দাও।