Skip to content

#কবিতা #শিরোনাম:পিয়াসী হৃদয় # শিউলি ব্যানার্জী ভরলের অবিরল ধারা তুমি আর আমি একা। কলেজ করিডোর, বৃষ্টি সিক্ত দুজনে প্রথম দেখা।। প্রথম ছোঁয়া র অনুভূতি বদলে দিল জীবন, অধরা তুমি অনুভবে প্রেমের শিহরণ। দ্রিমিতাক মাদল বাজে শরীর তোলে ছন্দ, শ্রাবণ ধারায় হৃদয় জুড়ে ঝর্ণার আনন্দ। শাওন রাতে আজ ও আছো আমার হৃদয় জুড়ে, প্রেমের জোয়ারে ভেসে যাই আজও তোমার বাঁশির সুরে। স্মৃতি পটে দোলা দিয়ে যায় প্রথম প্রিয়ার মুখ, প্রেয়সী বিরহে ব্যাকুল হৃদয়, অপার্থিব মিলন সুখ। ব্যর্থ বেদনা, হিয়ার মাঝে লুকানো গভীর ক্ষত, অশনি আলোকে,বিজুরি চমকে আঁখি প্রতীক্ষারত।।

ভরা বাদলের অবিরল ধারা
তুমি আর আমি একা।
কলেজ করিডোর, বৃষ্টি সিক্ত
দুজনে প্রথম দেখা।।
প্রথম ছোঁয়া র অনুভূতি
বদলে দিল জীবন,
অধরা তুমি অনুভবে
প্রেমের শিহরণ।
দ্রিমিতাক মাদল বাজে
শরীর তোলে ছন্দ,
শ্রাবণ ধারায় হৃদয় জুড়ে
ঝর্ণার আনন্দ।
শাওন রাতে আজ ও আছো
আমার হৃদয় জুড়ে,
প্রেমের জোয়ারে ভেসে যাই আজও
তোমার বাঁশির সুরে।
স্মৃতি পটে দোলা দিয়ে যায়
প্রথম প্রিয়ার মুখ,
প্রেয়সী বিরহে ব্যাকুল হৃদয়,
অপার্থিব মিলন সুখ।
ব্যর্থ বেদনা, হিয়ার মাঝে
লুকানো গভীর ক্ষত,
অশনি আলোকে,বিজুরি চমকে
আঁখি প্রতীক্ষারত।।

মন্তব্য করুন