মিনহাজ পড়ে এরেন্ডায়
ইরফানের সাথে,
পড়াশুনায় ব্যস্ত খুব
সদা কলম থাকে হাতে।
হাফিজুল ফারহান আমার সাথি
একই ক্লাসে পড়ি,
ভুল করে তর্কাতর্কি হলেও
কখনোই করিনা মারামারি।
রিয়াজুল আমাদের বিনোদন দেয়
অনেক দূরে তার বাড়ি,
বিয়ের সময় আমাদের জন্য
করবে একটা আলাদা গাড়ি।
সালমান সে সাধাসিধা ছেলে
পড়াশুনায় সে ভালো,
বড়ো হয়ে আনতে চায়
গ্রামে অন্ধকার থেকে আলো।
ইরফান এবং হাসানের কথা কি বলল আর
বড্ড তারা বোকা,
দোওয়া করি তাদের জন্য
যার হোক মায়ের খোকা।