কবিতা:মা
কবি:সুভাষ চন্দ্র দাস
গর্ভধারিনী মাগো তুমি
তোমায় ভালোবাসি,
ক্ষণে ক্ষণে তোমায় দেখে
জোঁড়ায় হৃদয় আঁখি।
জগৎ শ্রেষ্ঠ জননী তুমি
তোমায় আমি জানি,
সূর্যের আলো তুমি মাগো
তোমায় ভালোবাসি।
সমুদ্রে দিয়ে সাঁতার
কি ভাবে হতে হয় পার !
শিখালে কি ভাবে
করিতে হয় সংগ্রাম
তুমি মা জননী।
উদ্ভাসিতা সুদর্শন কামিনী
এ বসুধা সাজালে তুমি,
অন্ধকারের ভাস্কর জ্যোতি
শিখালে বচন ভঙ্গি।
মাগো শক্তি তুমি
অনুপ্রেরণা তুমি,
এই মেদিনী দেখেছি আমি
তোমারি ছায়াতলে।