Skip to content

কবিতার নাম – আমাদের ভাষা, আমাদের অধিকার – ছন্নছাড়া

শিরোনাম – আমাদের ভাষা, আমাদের অধিকার
কলমে – ছন্নছাড়া
তারিখ – 20/2/22

আমার সোনার বাংলার বুকে,
সেই কতদিন আগে থেকে,
প্রকৃতির অপরূপ শোভার সাথে সঙ্গত করে,
ভাটিয়ালি, জারি, কবিয়ালি আরও কত সুরে,
কত গান গেয়ে গেছে মাতৃভাষার জয়গান!
পাখির কলতানের সাথে ধানের ক্ষেত, নদী
আজও মুখরিত হয় সেই মিষ্টি সুরে!

(“বাংলা আমার মাতৃভাষা
সেই ভাষা যে আমার প্রাণ
আমরা সেই ভাষাতেই কথা বলি
সেই ভাষাতেই গাই গান।
তার উপরে আসলে আঘাত
প্রাণ দিয়ে রাখব মান।
বাংলা আমার মাতৃভাষা
সেই ভাষা যে আমার প্রাণ।” )
এই অংশ টি সমবেত সঙ্গীত হবে।

মনে পড়ে,
আজ থেকে প্রায় সত্তর বছর আগে,
দুর্বিনীত শাসকের দল আপ্রাণ চেষ্টা করেছিল,
আমার মাতৃভাষাকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার!
ভেবেছিল, ক্ষমতার জোর খাটিয়ে, অত্যাচার করে,
কেড়ে নেবে আমাদের নিজেদের ভাষাকে!
ভেবেছিল বাঙালি মেরুদণ্ডহীন,
খুব সহজেই তাদেরকে পরাভূত করা যায়,
সেদিনের সেই দম্ভ ভরা শাসকের
গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল ওরা কয়জন!
সেদিন বরকত, জব্বার রা প্রাণ দিয়ে বুঝিয়েছিল,
“আমাদের মাতৃভাষা, আমাদের অধিকার!
তাকে রক্ষার জন্য আমরা প্রাণও দিতে পারি।”
এখনও তাদের রক্তের দাগ,
মাতৃভাষা রক্ষার জন্য তাদের আত্মত্যাগ,
আমাদের রক্তেও আগুন জ্বালায়!
রক্ত দিয়ে, প্রাণ দিয়ে তারা সেদিন
আমাদের ভাষাকে মুছে যেতে দেয় নি,
তাদের সেই আত্মত্যাগের দিন একুশে ফেব্রুয়ারি, আমার তোমার শপথের দিন,
আমাদের অধিকার রক্ষার দিন!

(“বাংলা আমার মাতৃভাষা
সেই ভাষা যে আমার প্রাণ
আমরা সেই ভাষাতেই কথা বলি
সেই ভাষাতেই গাই গান।
তার উপরে আসলে আঘাত
প্রাণ দিয়ে রাখব মান।
বাংলা আমার মাতৃভাষা
সেই ভাষা যে আমার প্রাণ। ” )
এই অংশ টি সমবেত সঙ্গীত হবে।

যে ভাষার রূপ, সুর আজও ঝংকার তোলে,
আমাদের মন জুড়ে, হৃদয়ে ঝড়ও তোলে!
সে ভাষার অধিকার আমাদের কাছ থেকে
সেদিনও কেড়ে নিতে পারে নি কেউ,
আগামীতেও পারবে না!
এই হোক আমাদের সবাকার দৃঢ় অঙ্গীকার!

(“বাংলা আমার মাতৃভাষা
সেই ভাষা যে আমার প্রাণ
আমরা সেই ভাষাতেই কথা বলি
সেই ভাষাতেই গাই গান।
তার উপরে আসলে আঘাত
প্রাণ দিয়ে রাখব মান।
বাংলা আমার মাতৃভাষা
সেই ভাষা যে আমার প্রাণ। ” )
এই অংশ টি সমবেত সঙ্গীত হবে।

সমাপ্ত

মন্তব্য করুন