Skip to content

কফি কাব্য-শুভশ্রী রায়

সকাল সকাল হয়ে যাক না এক কাপ কফি!
এক কেন, দু’-চারটে কাপ হলেই খারাপ কী?
বেলা একটা নাগাদ আরেকটি কাপ নয় মন্দ
আমার অন্তত এ ব্যাপারে নেই একটুও ধন্দ
বিকেল সাড়ে চারটা নাগাদ হোক কফি ফের
এভাবে কফি-টান আমার হয় বারেবারে বের।
তারপরে সন্ধে সাড়ে ছ’টার কাছাকাছি কফি
আমি তো বলছিই এ পানীয় ভালোবাসি খুবই!
রাত ন’টা থেকে সাড়ে ন’টায় আরেকটি কাপ
সব সময়েই দুধ ও চিনি বাদ দিয়ে, নেই সন্তাপ!
এ কথা ঠিক, পান করতে পারি না বেশি গরম
তৈরির মিনিট দশ পরে শুরু করি পান অনুপম
তার তুল্য সোয়াদী চনমনে পানীয় ভূ-ভারতে নাই
সামান্য মানবী হয়েও অসামান্য কফির গুণ গাই 
তবে হ্যাঁ, বিস্কিট দু’চারটে করে সঙ্গে খেয়ে নিই
কেনই বা নিজের দেহকে অম্বলের কষ্টটা দিই?

মন্তব্য করুন