Skip to content

কথোপকথন নিমগ্ন – পারভেজ শিশির

আচ্ছা, কান্‌হার কথা কি বলি বলো তো প্যাল…!
​ ​ ​ ​ তুমি যদি বলো যে এই আরাধ্য নাম তুমি শোনোনি
তবে তো তাতে আমার চক্ষু কর্ণ মস্তিষ্কের বিবাদ
​ ​ ​ ​ কিছুতেই ভঞ্জন হতে চাইছে না, ব্রো…!
য়্যু ন্যো হ্যোয়াট্‌, যাকেই কেবল এমন কাতরভাবে বলা যায়,
​ ​ ​ “মান্‌ মোহানা…! ছ্যোড়’কে আপ্‌নে কাশী মাথুরা,
​ ​ ​ ​ আ’কে বাসাও ম্যোরে ন্যেনা,
​ ​ ​ ​ তুম্‌ বিন্‌ পা’উ ক্যেসে চ্যেনা…
​ ​ ​ ​ কান্‌হা… তার্‌সু তুমহি’কো দিন র‍্যেনা …” *
মন মোহন…! তোমার কাশী মথুরা ছেড়ে
এসো আমার চোখের আগে
তোমাকে ছাড়া আমার শান্তি নেই
কান্‌হা… সারাদিন কামনা করি তোমাকেই…
অথবা
​ ​ ​ ​ “রাস্‌ রাচাইয়্যা বৃন্দাবান্‌’কি গোকুল’কে বাসী,
​ ​ ​ ​ রাঁধা তুম’রি দাসী, দার্শান্‌’কো হ্যে পিয়্যাসী…” *
প্রাণরস সঞ্চারী হে বৃন্দাবনের গোকুলবাসী
তোমার দাসী এ রাঁধা, তোমার দর্শনের পিয়াসী…
“এই কান্‌হা’ই আসলে তোমার সেই ক্রিস্ট্যাল সাব্‌লাইম
​ ​ ​ ​ যার বিমূর্ত সুরভি’তে এ জাহানে’র গৃহতিয়াগী রাঁধা’রা
উন্মাতালী হয়ে রক্তমাংসের দেহে থেকে’ও
​ ​ ​ ​ কর্পূরের মত উবে যেতে সুব্‌হা সন্ধ্যে কাঙ্খা ক’রে যায়…
যার ব্রহ্মবাঁশীর সুরের জ্বালা’য় হৃদপদ্ম
​ ​ ​ ​ জলে থেকে’ও জ্ব’লে যায় ,
যার আরাধনায় আদ্যান্ত সময় কাল থেমে যায়…!
আর বার বার বলে যায়,
​ ​ ​ ​ “ঘ্যে তুঝাচ্‌ সাওয়ালিতে, কান্‌হা…” **
​ ​ ​ ​ “ওগো প্রাণপ্রতিম…
​ ​ ​ ​ তোমার প্রচ্ছায়া’য় আমাকে সমাবৃত করো…”

“তোমাকে যদি কখনও সামনে পাই তবে
​ ​ ​ ​ সেদিন আমি আর তুমি এসব জ্বলুনির গ্র্যাফিটি
মধ্যরাতের চন্দ্রাভায় জমকালো রাশম্যোরের দেয়ালে
​ ​ ​ ​ এঁকে এঁকে রাখবো…
কিভাবে, কেন এসব প্রশ্নের কোনো চারা নেই,
​ ​ ​ ​ কোনোদিনই থাকবে না…”
“নিশ্চয়ই ভোলোনি এ কথা…
​ ​ ​ ​ শুধু দু’বার কেনো, অর্বুদ’বার ফিরে ফিরে এসে
তোমার নামের ‘স্মিতস্নিগ্ধ মায়ামধু’ পান করে যাবো,
​ ​ ​ ​ যেখানে বলবে সেখানেই আর এখানে
আর ঐখানে আর সম্ভাব্য অসম্ভাব্য সবখানেই…
​ ​ ​ ​ জ্বলুক না হয় আরও কিছু মহাকাল
আমাদের হৃদয়দুয়ারী’র সতিনী’রা…”
_________________________________
উত্তরীয়ঃ
“দুটি ভিন্ন মহাদেশের ভিন্ন আবহাওয়ায় বসে
দুই কবিবন্ধু’র এই অসংলগ্ন কথোপকথন
ক্রমশঃ পাঠে যখন বিষ্ময়বিমুগ্ধ চোখ
আর অপ্রতিরোধ্য আবেগে স্বতঃচর্বিত নোখ
আসলে এ আর কিছু নয়, দীর্ঘ কাব্যপ্রেমের অবশেষে
কাব্যপ্রেমী’র মনচিন্তনের পার্শ্বপ্রতিক্রিয়া নিরীক্ষণ”

নোটঃ
* হিন্দি চলচ্চিত্র ‘যোধা আকবার’-এর প্লেব্যাক “মান্‌ মোহানা” থেকে উদ্ধৃত
** মারাঠী চলচ্চিত্র “চন্দ্রমুখী”-এর প্লেব্যাক “কান্‌হা ” থেকে উদ্ধৃত

মন্তব্য করুন