– তুমি ব্যথার কাজল মেখে আমার চারপাশে ঘুরঘুর করছো। অথচ
একটিবার চোখে চোখ ফেলছো না।
– পরের জন্মে কাজল লাগিয়ে অপেক্ষা করবো।দেখি কেমন কথা
রাখেন আপনি।
– আমি যে এ জন্মেই চাই।
– কেন পরের জন্মে ইচ্ছে নাই !
– আছে,তবে যে তর সইছে না আর।
– বিশ্বাস কী দাম দেবেন পবিত্রতার।
– ভুলে গেলে ! সেদিনই তো বললাম তোমাতে পবিত্র হতে চাই বলে
আজও গঙ্গায় নামি নি।
– বাজে কথা রাখুন,
ভালোবেসে তো কখনো ডাকলেন না বলে কামিনী।
– এ কী !
রোজই তো তোমায় অলকানন্দা বলে ডাকি।
মাঝেমাঝে হৃদয়ের চিত্রপটেও আঁকি।
– হয়েছে,
কাব্য করতে হবে না আর
মেঘ ডাকছে অন্ধকার
বৃষ্টি নামতে পারে
পথের বরাবরে
চলে যান তবে
কাল দ্যাখা হবে।
– আমার সাথে ভিজলে এমন কী ক্ষতি?
– চলে যাওয়া ছাড়া নেই কোনো গতি।
আজ তাহলে আসি
নইলে পরে গ্রামের লোক করবে হাসাহাসি।
সহোযোগিতায়ঃ আখি মণি (অলকানন্দা)