কত স্মৃতি কত কথা
সবই আজ নিরবতার মাঝে আছে লুকিয়ে,
কত জানা কত অজানা গল্প
স্মৃতি হয়ে গেথে আছে কোমল হৃদয়ে।
কত আনন্দের কথা কত অভুলা বেথা
সবই আজ মনে পড়ে,
কেন জানি আজও সেই দিনগুলোর মাঝে
হারিয়ে যেতে মনে করে।
বৃষ্টি বাদলের প্রকৃতির
কত কথা কত স্মৃতি
বন্ধুত্বের মাঝে লেখা অনবদ্য রীতি
বতল নিয়ে খেলা করা
হেট টেলের অনারম্ভ মেলা করা
ভালোবাসা নিয়ে মন হারা
হাত বাড়িয়ে আশ্রয় করা
কলম নিয়ে ফাইট করা
স্যার আসিলে কলম লুকাতে ব্যস্ত করা
বন্ধুদের সাথে সুখ দুঃখের কথা
কত স্মৃতি কত কথা।
মনে করলে সব সময় বেদনাই দেয়
কেন তোমাদের কমতি আমায় বেথা দেয়।
কত স্বপ্ন নিয়ে আসা গল্প কথা
বিদায়ে শেষে হাতে নেওয়া কষ্টের দশা
কত স্মৃতি কত কথা।
আনন্দের জলে হাত ডুবানো
দুঃখের মাঝে পিঠ ঠেকানো,
সমস্যা হলে আছি সেখানে
কেন জানি পাইনা তোমায় এখন সেখানে।
স্কুলের সে দিনগুলো হয়তো ফিরবেনা আর,
নতুন রচনার শুরুতে হয়তো ভুলবো না তোমায়
শুরুর সে গল্পগুলো হয়তো এখন আমার নয়
সকলের হৃদয়ে রয়েছে সেই স্মৃতির বিজয়।
কত স্মৃতি কত কথা।।