ধরে নাও মরে গেছি,
কবরে শুয়ে আছি।
কালো অন্ধকারে চারদিক পূর্ন,
সব আশা, নিরাশা,সব দম্ভ চুর্ণ।
এত আধার দেখি নি কখনো?
এত কালো হবে তা ভাবি নি কখনও!
,
গরমে চামড়া গলে যায়,
নড়াচড়ার সুযোগ কোথায়,?
আমি যে নিথর,নিস্তব্ধ,নির্জনে একাকি
কে জানি এলো পাশে চোখ খুলে দেখি?
কই? চোখের পাতা তো ভারি,
কারো সঙ্গ অনুভব করি।
জিজ্ঞেস করে মোরে, কে আমার রব?
জানি না সে উত্তর আমি,ভয়েতে নিরব
।
বলে ধমকের স্বরে,কি আমার দ্বীন?
কি করি বলিব,পালন করি নি কোনদিন।
করে সে শেষ সাওয়াল, কে আমার রাসুল?
কি করে বলিব আমি? জীবন চালিয়েছি ভূল।
।
বলে সে অট্টহেসে, ওহে হতভাগা।
এ কবরেই হবে তোর দোযখের জায়গা
আগুন জ্বলিল ফের, এ কেমন তাপ?
কলিজা পুড়ে যায়, কত হিংস্র স্বভাব!
মরে যাবার কথা,তবে মরছি না কেন?
দুনিয়ার সব বিলাসী সুখ, তুচ্ছ যেন!
।
আহা যদি মাটি হতাম, মানুষ না হয়ে?
বিচার যদি না হত মোর, আজাব না সয়ে!
আহা যদি আর একবার যেতাম দুনিয়া,
কত ইবাদাত করিতাম সারারাত ধরিয়া।
আহা যদি প্রভু মোরে সৃষ্টি ই না করিতেন?
আমায় যদি পৃথিবীতে আবার পাঠাতেন?
।
আর কিছুটা সময় যদি পেতাম জীবনে?
নিতাম না টাকা কারো,কষ্ট দিতাম না কারো মনে।
কত হেলায় করেছি জীবন পার, সব ছিল মিথ্যা।
জীবনকে লাগাইনি কাজে, তাই পারি দেই কঠিন বাস্তবতা।