অপূর্ব রূপের মাধুকরী তুমি
তুমি এক অনন্যা।
কি করে করব আমি তোমার
রাজহংসী রূপের বর্ননা।
কোকিল কালো কেশবহুলে,
ঢেউ খোলা চুলে।
সোনালু লতার সোনার আভাস,
তোমার দেহে দোলে।
কি দিয়ে মুদিবে আঁখি
অধর রাখি নীড়ে।
মন মন্দিরে বাজুক ঢাক
তোমার হৃদয় তীরে।
উপমা আমি করবো কি
তোমার দেখের ভাজ।
অপরূপ সৌন্দর্য্যের ভিতরে
খচিত তোমার মাতার তাজ।
কত শত জনমে মায়ার
পড়েছি তোমর জালে।
এমন সৌন্দর্য দেখেছে কেবা
কোন সৌভাগ্যের কালে।
তোমার নামে তৃপ্তি তাঁদের
আঁধার যায় ঢেকে।
সৌন্দর্যে মায়াবী জালে
জড়িয়ে নিও রেখে।