Skip to content

ওরা কেঁদে মরে — সাইলা পারভেজ

ব্যস্ত সবাই …
চলছে অত্যন্ত মারামারি কাড়াকাড়ি ,
এসেছে যে এক ভয়াবহ মহামারি ।
বাজারে চড়া দাম,সবাই আশঙ্কায় ,
একটি পণ্য পেলেই মারামারি করে হায় ।

নিষ্ঠুর, নির্মম, আর ষড়যন্ত্রের কারাবার ,
ভায়ে-ভায়ে পেটে, চলে শক্তির বাজার ।
শোকার্ত হয় তবুও হয় বুদ্ধির হেরফের ,
নিজেই নিজেদের লোভে, করে ক্ষতবিক্ষতের ঢের ।

ওরা কেঁদে মরে আজ জানে না যে তারা ,
ওরা ভালো আছে তবু বুদ্ধিজীবীরা দিশেহারা ।
চাকচিক্যের ভ্রমে গড়ে, দূরবীনের আকাঙ্ক্ষায় ,
ওরা তবু মাটির মানুষ মাটিতেই ঘুরে বেড়ায় ।

ব্যস্ত সবাই …
আজ নিজেদের চাহিদার যোগানের জ্বালায় ,
ওরা কেঁদে মরে শুধু দু-মুঠো ভাতের আশায় ।
আজ মারামারি কাড়াকাড়ি ক্লেদাক্ত অবস্থা হায় ,
ওরা চুপচাপ রয়ে নির্বাক স্তব্ধ তাকায় ।

মন্তব্য করুন