Skip to content

ওক গাছ

একটি শক্তিশালী আবহ বয়ে বেড়ায়, রাত এবং দিনে, ছিঁড়ে রেখে যায় ওক গাছের পাতাগুলো, শাখাগুলোয় আঘাত করে এবং চিহ্ন রেখে যায় এগুলোর যতক্ষণ না ওক গাছ সম্পূর্ণভাবে ক্লান্ত হয়।
কিন্তু তাও ওক গাছ মাটি আঁকড়ে থাকে, যখন অন্য গাছ- গুলো ভূমির উপরে চারিদিকে পড়ে থাকে,
ভীতিকর আবহ আশা ছেড়ে দেয় এবং জিজ্ঞেস করে,
“কিভাবে তুমি এখনও দাঁড়িয়ে থাক, ওক গাছ?”
ওক গাছ বলে ওঠে,” আমি জানি তুমি ভেঙ্গে ফেলতে পারো আমার প্রত্যেক শাখাগুলোকে অন্তত দুই ভাগে,
বয়ে নিয়ে যাও পাতাগুলোকে, নাড়া দাও আমার অবয়বকে এবং শাসন করো আমায়,
কিন্তু আমার আছে মাটিতে প্রোথিত শিকড়, যেগুলো বেড়ে ওঠে শক্তসমর্থ হয়ে আমার জন্মের সময় থেকেই, কিন্তু তুমি সেগুলো স্পর্শ করতেও পারবে না,যেহেতু তুমি চেষ্টা করেছ; তারা আমার গভীরতম অংশ, তবুও আজ পর্যন্তও আমি নিশ্চিত ছিলাম না,কতটুকুই বা পারি সহ্য করতে,কিন্তু এখন আমি খুঁজে পেয়েছি আমার বলবার ভাষা, আমি যথেষ্ট সহনশীল, যা আমি কোনোদিনই জানতাম না।”

(সংগৃহীত)

মন্তব্য করুন