আমরা গর্বিত আমরা ভারতবাসী ,
এখানে সুন্দর কত ঐতিহ্যের ডালী ।
আমরা করিনা কাউকেই তিরস্কার ,
ভালোবেসে করি সকলকেই নমস্কার ।
ভারতের রয়েছে বিশেষায়িত নানান শিল্প ,
অজন্তা হতে তাজমহল তারই একটি অঙ্গ ।
কত্থক , ওডিসি ইত্যাদি দারুণ নৃত্যশিল্প ,
ভারতবর্ষের মাটিতে যাদের হয়েছে জন্ম ।
ভারতীয় নারী রুপবতী চুড়িদার আর শাড়িতে ,
কুমারী না সোহাগী চেনা যায় সিঁদুর , শাঁখাপলাতে ।
পুরুষ সকলে বিভূষিত কুর্তা , পাঞ্জাবী , ধুঁতিতে ,
ক্ষুধা মেটে সকলের এখানে ভাত , ডাল ও রুটিতে ।
নানান স্থানে আলাদা আলাদা উৎসব ভারতে ,
এর দ্বারাই মিলিত হয় সকল মানুষ আনন্দতে ।
ভারতের দুই মহাকাব্য রামায়ণ , মহাভারত ,
ঋষি বাল্মিকী-ব্যাসদেবের হাতে হয় রচিত ।
ভারতমাতার কোলে জন্ম অনেক সন্তানের ,
যাদের প্রতিভায় বিশ্বদরবারে খ্যাতি ভারতের ।
বিজ্ঞান , প্রযুক্তি , সংস্কার , শিল্প ও সাহিত্যে,
বীর সন্তানেরা ভারতকে রেখেছে এগিয়ে ।
ভারতে বসবাস করে নানান নানান জাতি ,
তবুও আমরা সবাই ঐক্যের সাথে বাঁচি ।
মোর প্রাণের ভারত দেখে যান একবার ,
বিশ্বে অদ্বিতীয় ভারত বলবেন বারবার ।।