এ কী দেখিলাম আমি! নয়নের ভুল?
যেন সদ্য ফোটা কোনো কুসুমের ফুল।
আকাশের পথ বেয়ে নামিলে কি তুমি?
আলো ঝলমলে এক স্নিগ্ধ জন্মভূমি!
এ কী দেখিলাম আমি! এ কেমন সুর?
বাঁশির করুণ ধ্বনি ভেসে আসে দূর।
বাতাসেতে শুনি যেন পদশব্দ কার,
এ কেমন মায়াভরা অচেনা সংসার!
এ কী দেখিলাম আমি! এ যে জাদু-জাল,
ক্ষণে ক্ষণে রঙ বদলায় দিন আর কাল।
হৃদয় ভুলিয়া গেল তার যত ব্যথা,
এ বিস্ময়, এ আনন্দ – এ অন্য বারতা!