রাখো ভাই চাষ আবাদ বন্ধ
চলো গিয়ে রাজনীতি করি,
কাউকে দিতে হবে না কৈফিয়ত
আমরাই হবো সরকার, আশা করি।
আয় ভাই কলশ্রমিক,তালা মেরে কলে
খোলা ময়দানে রাজনীতি করি।
কি বললে বন্ধ? রাজনীতি বোঝা না ?
অসুবিধা নেই,
দুর্নীতি বুঝলে – তুমি মন্ত্রী!
পরিযায়ী শ্রমিক ফিরে এসো রাজ্যে,
তোমার বিরুদ্ধে আমি
আমার বিরুদ্ধে তুমি।
এসো রাজনীতি করি।
ও ভাই মোল্লা, তুমি কি কোরআন পড়ো ?
আমি তিলক টিকিধারী,পড়ি গীতা,
এসো ধর্মের নামে রাজনীতি করি,
ভেঙ্গে যাক মানব সাম্যের একতা।
ঐ দ্যাখো সব ব্যাঙের ছাতা
গজিয়ে উঠে; দিন দুপুরে নেতা ।
এরা নাকি সংবিধান পড়ে
ধর্ম গ্ৰন্থের মতো,
হায়রে সংবিধান!তোর পৃষ্ঠায়
প্রকৃতই কি মিথ্যে কথা এতো ?
ফিরে এসো “বাবা সাহেব”…..
দ্যাখো তোমার বিধানে কোথা আছে ভুল!
বদলে গ্যাছে ভারতের রাজনীতি
বদলায়নি ভারতবর্ষ বিলকুল।
কৃষকের হাতে যে সোনা ফুল ফল ফোটে
বলতে পারো, সেই ফুল কারা এসে লোটে ?
সার, কীটনাশক, শস্যবীজ দুর্মূল্য!
কৃষক বাঁচাও! নেতা মুখে খৈ ফাটে।
নেতা শুধু ‘সেবা’ করে
করে না কারো ক্ষতি,
দেখি না দেশ ও দশের উন্নতি
শুধু দেখি- মন্ত্রী নেতাদের হচ্ছে উন্নতি !
তাই বুঝি এই দিনমজুর
ভাবে বসে দিন রাতি,
মজুরের কাজ ছেড়ে
করি তবে রাজনীতি।
সরকারি বাড়ি পাবো,গাড়ী পাবো,
ট্যাকশালের টাকা পাবো।
দেশ জুড়ে আরও পাবো মান,
দুর্নামে কাটা যায় যাক,নাক কান।
রচনাকাল:১৪/০৭/২০২২.
সহজ কথায় কঠিন প্রতিবাদ। ধন্যবাদ।