Skip to content

এখানেই দাঁড়ি – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

এখানেই দাঁড়ি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৮-০৬-২০২৪ ইং

জন্ম নিলে এই ভুবনে শূন্য হাতে তুমি
মায়ের কোলে এলে,
তিলেতিলে মস্ত বড় আমির খনির মালিক
জীবনে সব পেলে।

দালান-বাড়ি ব্যাংকে টাকা স্বর্ণ হীরা কত!
রবকে ভুলে আছো,
এমন সুখের বিলাসবহুল অট্টালিকা ‘পরে
উল্লাসে তাই বাঁচো।

সম্পদ অঢেল দাও না যাকাত লোক-দেখানো হজে
নাম করা এক হাজী,
তোমার টাকায় হক রয়েছে গরিব দুখী কাঁদে
দাও না ডেকে আজি।

বিবেক তোমার ঘুমিয়ে আছে মনুষ্যত্ব ত্যাগী
স্বার্থপর এক মানুষ,
রংতামাশায় মত্ত থেকে ফুটাও আতসবাজি
উড়াও নভে ফানুস।

রঙ্গ-লীলায় লাখ টাকা ব্যয় সৎ পথে নাই কভু
ব্যস্ত ভীষণ কর্মে,
প্রতিবেশী অনাহারে উদরপূর্তি তোমার
এই কি বলে ধর্মে?

কোন্ বা জাতের বংশ তুমি ধর্মযাজক কেবা
কোন্ গ্রন্থতে আছে?
আল-কোরআন ও গীতা বাইবেল ত্রিপিটকও দেখো
কেবা এমন নাচে?

হায়রে মানুষ বিবেক মরা বিবেক কবে হবে
আসবে কবে দ্বীনে?
কাল-হাশরের কঠিন মাঠে নাই কোনো পথ বাঁচার
সৎ আমলের বিনে।

আমার আমার সবই আমার ভাবনা কীসের এত?
মনকে পুছে দেখো,
দিন ফুরাবে যম আসিবে নিস্তেজ তনু নত
স্মরণে তা রেখো।

রইবে পড়ে অর্জিত ধন হস্ত যুগল খালি
কবর হবে বাড়ি,
সাড়ে তিন হাত জমির নিচে অঙ্গে সাদা কাফন
শেষ এখানেই দাঁড়ি।

মন্তব্য করুন