অনেক বিপদ দেখলাম সুরেশ
অনেক খাড়া পথ আমি পার করে এলাম।
এখনো বহু পথ হাঁটতে হবে সুরেশ
বিপদে আপদে ঘেরা।
শান্তি কোথাও নেই গো সুরেশ।
শান্তি চাওয়াটা বৃথা।
তেমন আছে রোগের জ্বালা
শোকের কষ্ট ভরা।
এখনো বেঁচে আছি সুরেশ।
বহু যন্ত্রণা সহ্য করে।
যন্ত্রণা আমায় যন্ত্রণা দিলে
আমি তাকেই যন্ত্রণা দিই।।
মৃত্যু মৃত্যু ভয় জেগেছে
অল্প বয়সে হঠাৎ করে।
মৃত্যু এখনো অনেক দূরে
মাথা খারাপ হয়ে গেছে।।
শোয়ার সময় শ্বাস গুনি সুরেশ।
এপাশ ওপাশ করি।
ভয় কাটানোর চেষ্টা করে
রাত্রি কাটিয়ে ফেলি।
কোনো রাতে ঘুমাই সুরেশ।
কোনো রাতে আবার ঘুমানোর চেষ্টা করি।
চিন্তা আমি চাই না করতে।
তবুও চিন্তা ছাড়েনা ধরতে।
কেমনে করে বোঝাই সুরেশ?
কোন মনের রোগে আমি ভুগছি।
মাথায় নানান ভাবনা আসে।
আমি তা সব চাইনা ভাবতে।
কখনো আবার পেটের রোগ।
আমাশা আসে যায়।
রোগ গুলো আমি জানি সুরেশ।
কারন ও আমার জানা।
ওষুধও আমার জানা সুরেশ।
সারাই ও আমি একা।
বেঁচে আছি সুরেশ।
বেঁচে আমি থাকবো।
এখনো অনেক কাজ করা বাকি সুরেশ।
অনেক কিছু দেখা।
বেঁচে থাকো তুমি সুরেশ।
এখনো অনেক কথা জানানো বাকি।
এখনো বেঁচে আছি সুরেশ
তোমার সামনে দাঁড়িয়ে।।