Skip to content

এক নিমিষের নাই ভরসা – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

এক নিমিষের নাই ভরসা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০১-০৬-২০২৪ ইং

ভবের মানুষ কেনই বেহুঁশ
ক্যান বা বিবেক’হারা,
চলবে ক’দিন বলতে পারো
জীবন স্রোতের ধারা?

মৃত্যু নামের যম দূত সে তো
হাতের মুঠোয় ধরা,
রব ইশারার অপেক্ষাতে
গুনছে প্রহর ত্বরা।

ঘুরতেছে ওই ঘড়ির কাঁটা
যাচ্ছে আয়ু কমে,
শক্তি গায়ের জোর ক্ষমতা
ক্রমাগত দমে।

শিশু থেকে কিশোর হয়ে
যৌবন দিয়ে পাড়ি,
বার্ধক্যে হয় উপনীত
পাক ধরে চুল দাড়ি।

নদীর স্রোতের মতই বহে
যাচ্ছে জীবন আয়ু,
কখন জানি লাশ হবে সে
বের হলে প্রাণ বায়ু!

এক নিমিষের নাই ভরসা
সাধের দেহ’খানা,
কেউ জানে না কার জীবনে
আছে ক’দিন দানা ?

মন্তব্য করুন