Skip to content

একুশ তুমি – ফারিহা ইয়াসমিন

তুমি বাবা’র চিৎকার, মায়ের আর্তনাত।
সম্ভ্রম হারানো শত বোনের লাঞ্চিত কালো রাত।

একুশ তুমি লাখো জনতার, অশ্রু ভেজা চোখ।
প্রিয়জন হারানো নববঁধুর জ্বালাময়ী সেই শোক।

একুশ তুমি লাখো শহীদের, বুকের বিদ্ধ গুলি।
কত মায়ের সন্তান হারানো, রক্তাক্ত মাথার খুলি।

একুশ তুমি আত্মত্যাগী, স্বাধীনতার ফল।
বায়ান্নর ভাষা আন্দোলনে, নিরব চোখের জল।

একুশ তুমি মুক্ত আকাশ, বৃষ্টি ভেজা ভোর।
শোকে গাঁথা ৮ই ফাল্গুন, দীপ্ত নব দোর।

একুশ তুমি রক্তক্ষয়ী, ভালোবাসার দান।
গোটা বিশ্বের মানচিত্রে, স্মৃতিতে অম্লান।

একুশ তুমি সব বাঙালির, বাংলা বর্ণমালা।
রক্তজবা, জুই- চামেলি, গোলাপ ফুলের মালা।

একুশ তুমি স্বপ্ন বোনা, সরষে ফুলের ঘ্রাণ।
সবুজ শ্যামল সোনার বাংলায়, লক্ষ প্রাণের দান।

একুশ তুমি ধানের শীষে, সোনার বীজ বপন।
ইতিহাসের স্মৃতির পাতায়, স্বাধীন জীবন যাপন।

একুশ তুমি বাংলা ভাষায়, সুরের ঝংকার।
বিশ্ব স্বীকৃত বীর বাঙালির, প্রাণের অহংকার।

একুশ তুমি রঙ্গিন স্বপ্নে, উড়িয়ে দেওয়া পাল।
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ায় রক্তে রাঙা লাল।

একুশ তুমি বাংলা মায়ের, মুক্ত ঝরা হাসি।
সবুজে ঘেরা ফসলের মাঠ, স্বপ্ন রাশি রাশি।

একুশ তুমি লাখো শহীদের, রক্তে ভেজা মাটি।
আত্মত্যাগী বীর বাঙালির, সুখের চাবিকাঠি!!

মন্তব্য করুন