Skip to content

একাত্তর ভুলার নয় – মোঃ রুহুল আমিন

বৃথাই যাচ্ছে বীর বাঙ্গালীর
তাজা প্রাণের রক্ত,
স্বাধীনতার জন্য করলো
দেশের মাটি শক্ত।

আজকে কেন বীর সেনাদের
রক্ত পায়ে পিষে,
দেশের শত্রু পাকের সাথেই
যাচ্ছো আবার মিশে!

একাত্তরে ঝরলো কেনো
এতো গুলো প্রাণ,
মিথ্যা তবে দেশের লেখা
কবিতা আর গান।

ভুলার নয়তো একাত্তরের
ভয়াল কালো রাত,
শব্দের মাঝে ভাসে আজও
পাক বাহিনীর ঘাত।

এসব দেখে মুক্তিযোদ্ধার
ঝরে চোখে জল,
তাঁদের রক্ত পায়ে পিষেই
করো স্বার্থের দল।

পাক শাসকের শোষণ মোরা
ক্যামনে ভুলে যাই,
খোকন হারা কতো মায়ের
কান্না শুনতে পাই।

বাংলা মায়ের সন্তান কেনো
১৯৭১ ভুলে যায়,
বীর শহীদদের কথা ভুলেই
বন্ধু রূপেই চায়।

দেশের শত্রু পাকের সাথেই
বন্ধুত্বটা চাও,
শহীদ স্মৃতি উপড়ে ফেলে
হায় গুঁড়িয়ে দাও।

বিজয় দিবস আসলে ফিরে
দিবো না কো ফুল,
একাত্তরে ………যুদ্ধে যাওয়া
ছিল মোদের ভুল।

মন্তব্য করুন