একদিন অনেক দূর চলে যাব
তখন আর চেষ্টা করলেও আমায় ফিরে পাবে না।
এখন তোমার এত কাছে আছি তবু আমায় বুঝছ না
আমায় একটুও ভালোবাসছ না
এখন তোমার এত কাছে থেকেও মনে হয়
কত লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে আছি।
আর তখন?
তখন তো তোমার চিন্তার জগতেরও বাইরে চলে যাব
সেইটাই ভালো হবে,
তখন তো আর কষ্টে থাকব না
এখন যেমন আছি।
এখন শুধু আমার দেওয়ার পালা
তোমার কাছ থেকে পাওয়ার আশা নেই।
জানি না তখন কী হবে!
তখন তুমি শত চেষ্টা করেও
আমায় ভালোবাসা দিতে চাইলেও
আমি নেব কীভাবে?
অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/১১/২০২৫