Skip to content

একটু শান্তি চাই – শাবলু শাহাবউদ্দিন

মুখে চলেছে ধর্মের বাণী
হাতে পায়ে কর্মে দেখছি শয়তান
উপরে বলছে আশীর্বাদ করি
ভিতরে ভিতরে করছে অপমান
মুখের বুলিতে দেবতা কিংবা ফেরেস্তা হয় তো সে হবে
বদবুদ্ধিতে তার মাথা দেখো শয়তানকেও হার মানাবে।
পরের চরিত্র করেছে পবিত্র সমালোচনা করে করে
নিজের চরিত্র বিক্রি করেছে শয়তানদের ঘরে ঘরে
আমি ভালো মহাজ্ঞানী সবারে জানাই ভাই
আমি বাদে সবাই পাগল তত্ত্ব বলছে তাই
অমক বোকা তমক বোকা
চালাক শুধু আমি
এই তত্ত্বের জন্য বিশ্ব জুড়ে অশান্তি
এই কথা কী মোরা মানি? সে কথা কী মানি?
জ্ঞানী মোরা সবাই হচ্ছি, শিক্ষা আসছে ঘরে
অশান্তি তাই বাড়ছে রে ভাই হৃদয় মাঝারে।
কেউ মানি না কারো এখন
ধর্মের নামে করছি জ্বালাতন
ঈশ্বর এখন ঘরে ঘরে
নানা বাণী ছুড়ছে মোরে
এত ঈশ্বরের হাত থেকে একটু রক্ষা চাই
কোন দেশেতে গেলে আমি একটু শান্তি পাই।

মন্তব্য করুন