Skip to content

একটু ভালোবাসা – নাশিদ ববি

সাদা তুষারের হাত বাড়িয়ে
বুঝলাম এখনো ভালোবাসা আছে
জানি এই ভালোবাসা হল
সত্যিকারের ভালোবাসা
কেউ কি ভেবেছিল এমন একদিন আসবে
ভালোবাসা গুলো তুষারের সাথে ঝরে পড়বে
ভালোবাসার তুষার
ভালোবাসার তুষার
প্রকৃতির মাঝে মিশে গেছে
জানি না হয়তো কোথাও দেখা হয়েছিল
কোন এক পাহাড়ি পথে
তুষার ঝরার আমন্ত্রণ
ছেয়ে আছে শুভ্রতা আর শুভ্রতা আর প্রশান্তি
একটু ভালোবাসার হাতছানি
প্রকৃতি বলে একটু ভালোবাসো আমায় ।

মন্তব্য করুন