Skip to content

একটু প্রেমের জন -হোসাইন মোহাম্মদ দিদার

একটু প্রেমের জন্য
~হোসাইন মোহাম্মদ দিদার

তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই
তবুও ভালোবাসি
যেমন: দূর থেকেই সূর্যটাকে ভালোবাসে অবুঝ সূর্যমুখী!

তোমার দিকে তাকাবারও যোগ্যতা নেই
তবুও বিভোরভাবে চেয়ে থাকি
যেমন : বৃষ্টির জন্য দিবসযামী ধ্যানমগ্নে মেঘের দিকে চেয়ে থাকে চাতকপাখি

মন্তব্য করুন