একটি মাত্র প্রেমিকা চাই
এত সব বাজারি বিজ্ঞাপনের মধ্য থেকে
একটি মাত্র প্রেমিকা চাই
ভোগবাদ ও পুজিবাদের মানসিকতার বাইরে দাঁড়ানো
একটি প্রেমিকা চাই
বাস্তববাদী চক্ষুশূলের সম্মুখে ঠাই দাঁড়িয়ে
হাত বাড়ানোর মত
অলীকতা ভুলে
প্রবল ক্ষরাস্রোতে মিশে যেতে পারে
এমন ওকটা প্রেমিকা চাই
যার চোখে থাকবে স্বপ্ন লিখার মত
ছাই রঙের ব্লাকবোর্ড
আর স্পর্শের সিহরণে বাজবে হৃদয়ের সুর
আমি এমন একটা প্রেমিকা চাই
পথের মিছিলে যুগলবন্দী শক্তহাতে এগিয়ে যাওয়ার মন্ত্র চাই
বৃষ্টির সুরে আবেগী ফাদে পা বাড়াতে চাই
সৃতি মন্ধন করার বিশালতা চাই
চাই কোমল স্পর্শে জড়ানো মিষ্টি সকাল
আর তাকে তাকে সাজিয়ে রাখা শব্দমাল
সত্যি বলছি আমি একিটাই মাত্র প্রেমিকা চাই
সহ-যোদ্ধা চাই
চোরাগুপ্তা হামলায় উচিয়ে ধরার মত ঢাল চাই
জোছনা মাখা মাঝে রত্রিরে
যোগল বন্ধী হয়ে ভিজতে চাই
আমি কিন্তু একটা মাত্রই প্রেমিকাই চাই