Skip to content

একটি ব্রোথেল নগরী -আজহারুল ইসলাম শুভ্র

রাত্রির নৈঃশব্দ্যে জেগে থাকা এক ব্রোথেল নগরীর –মদের গেলাশে ডুবে আছে প্রেম।
চোখে-মুখে করুণ নগ্ন সৌন্দর্য , মেদহীন পৃথিবীর ঝঞ্জাট;সমগ্র দেহজুড়ে যৌনতার পরশ।
কামের রাজ্যে ফুল হয়ে ফুটে আছে তারা।
তারাও বুঝে ক্ষুধা, ক্ষুধার্তের বেদনা।

মন্তব্য করুন