Skip to content

একটি বিদায়– মোঃ নাঈম মিয়া

এই বিদায়টি নিতে হবে
গভীর উত্তেজনা নিয়ে
সঙ্গে থাকবে অতীত
প্রেম,ভালোবাসা, স্নেহ ও উৎসাহ
বিদায় মানেই কিন্তু
থাকতে হয়না কাউকে ভূলে গিয়ে
বিদায় মানে নয়কো
সাক্ষাতঃবঞ্চিতের প্রতি বিগ্রহ।
প্রত্যাশা রাখতে হয় বিভোঃতরে-
“দেখা হবে”
আবার দেখা হবে,
তোমাদের সবার সনে
তখন সকলেই মায়ানীর ফেলে,
জানি ‘অভ্যর্থনা দেবে
কেউবা কাঁদবে তখন
উৎফুল্লে,অভিমানে।
আমি যাদের কাছে ভালো
তারা ভালো গুণ দেখবে
আর খারাপেরা আমায় দেখে
কেবল জ্বলবে দাহনে
ভালো কেবলই আমায়
সর্বদা ভালোবাসবে
অরাতি রবে মোর-
অলক্ষ্যে এবং অনয়নে।
একটি বিদায়-
“এটা কিন্তু চিরতরে চলে যাওয়া নয়”
এটা লক্ষ্য নিয়ে
আরো সম্মুখে অগ্রসর হওয়া
প্রত্যাশা রবে এই-
তখন যেন আবারো আসিবো নিশ্চয়
যখন পূর্ণ হবে মোর
সকলি চাওয়া পাওয়া।

“একটু ভালোবাসা–একটু মেলামেশা
তাতেই পেতে হলো
বিদায়ের দিন
বড় হও সবে–আশা মোর রবে
করিওনা কেহ
হৃদয় ক্ষীণ।।”

রচনাকাল–০৯ ই ডিসেম্বর ২০২৩
গানপুর,মাঝহাটি

মন্তব্য করুন