আমার একটা নতুন পনেরোই আগস্ট লাগবে
একদম সাবেকিয়ানা ধাঁচের
ঝাঁ চকচকে মার্বেল ফ্লোরের মতন
ধবধবে সাদা, পরিষ্ককার পরিছন্ন
একটা নতুন পনেরোই আগস্ট
যে আগস্টকে ভালোবেসে, গর্ব করে বলা যাবে
আমি স্বাধীন, ঠিক সেই ধরণের
একটা নতুন পনেরোই আগস্ট
যে আগাস্টে কেউ মদে ডুবে
স্বাধীনতার খিল্লি ওড়াবে না
যে আগস্টে কেউ
ডিজে বাজিয়ে কোমর দোলাবে না
যে আগস্টে কেউ দেশের পতাকা বিক্রি করবে না
যে আগস্টে কেউ নামের আগে
‘ক্ষার খাওয়া …’ শব্দটা ব্যবহার করবে না
এমন একটা পনেরোই অগাস্ট লাগবে
এমন একটা আগস্ট যা ইন্টারনেটে নয়
রাস্তা জুড়ে থাকবে
শরীরের প্রতিটা লোম খাড়া করে দেবে
ভালবাসা, আনন্দ-উচ্ছাসে অনুভূতিতে
যে আগস্ট মহাকাশের নাভিমূল থেকে
টেনে ছিঁড়ে নিয়ে আসবে একটা নতুন সূর্য
সেই রকম একটা আগস্ট
এমন একটা আগস্ট
যেদিন টিভির পর্দা বা নিউসপেপার জুড়ে
শুধু ভালো খবরের ছড়াছড়ি দেখতে পাবো
সে দিন কেউ যেন খালি পেটে না শুতে যায়
যে দিনটায় কুকুরের মুখ থেকে খাবার ছিনিয়ে
নিজের খিদে মেটাবে না কেউ
অথবা পথের ধারে মানুষ কুকুর
বিছানা শেয়ার করবে না
কোনো দাগ লাগবেনা যে রাতের চাদরে
যে দাগ মেটাতে প্রচুর বৃষ্টির প্রয়োজন হয়
ঠিক এমন একটা
যে দিনটায়, কেউ যেন সরকারি সম্পত্তি
নিজের ভেবে আত্মসাৎ না করে
যেদিন কোনো অসহায় মা বাপকে
তার ছেলের খুনির বিচারের আশায়
থানা বা কোনো সদনের সামনে
অনশনে না বসতে হয়,
এমন একটা আগস্ট
যেদিনটায় কোনো রক্ত-বারুদের গল্প হবে না
ধর্ষন শব্দটা মুছে যাবে অভিধান থেকে
ঠিক এমন একটা
হ্যাঁ, হ্যাঁ !! ঠিকই শুনেছেন আপনি
ঠিক এমনই একটা নতুন পনেরোই আগস্ট
যে আগস্টকে ভালোবেসে, গর্ব করে বলা যাবে
আমি স্বাধীন,
ঠিক সেই ধরণের
একটা নতুন পনেরোই আগস্ট
(INSPIRED)
-MaDDy’s-wish