Skip to content

এই ভাবেই বেঁচে আছে – MaDDy

দুর্বল আরও দুর্বল হোক
আরও ক্ষমতা বাড়ুক ক্ষমতাবানের
ধনে প্রানে মারা যাক গরিব
শ্রীবৃদ্ধি হোক বিত্তবানের
ছিঁড়ে খাক মানুষ মানুষের মাংস
খালি ভাতের হাঁড়ি গুলো পুড়ে যাক
জ্বলতে থাকুক খালি উনুন গুলো দাউ দাউ করে
ধানের ক্ষেত থেকে যেনো রোজ সকালে পাওয়া যায় একটি করে ধর্ষিতার নগ্ন দেহ
মর্নিং ওয়াকে বুক ভরে যাক বারুদের গন্ধে
প্রতিটা কুঁড়ির থেকে যেন ঠিকরে বেরিয়ে আসে রক্ত মাখা বুলেট
ঝুলিয়ে দেওয়া হোক প্রজাতন্ত্রের ছাল ছাড়িয়ে কোনো মাংস কাটার দোকানে
প্রতিবাদ ভেসে যাক কোনো পাবলিক টয়লেটে
সকালের চায়ে রিমোট ডুবিয়ে চেটে খাক বুদ্ধিজীবীরা
নিভে যাক এমন সূর্য
যার তেজ নেই
ছারখার হয়ে যাক সব
কিছু যেনো অবশিষ্ট না থাকে
মনে রেখো পৃথিবীকে চেটে সাফ করার দ্বায়িত্ব আমাদের কাঁধে
তুমিই সুখী মানুষ
বরঞ্চ একটা বিড়ি ধরিয়ে পাইখানাতে রঙ্গমঞ্চ বানাও
মনুষত্বের কথা বলতে পারব না তবে
মানুষ বেঁচে আছে
আর থাকবেও
এই ভাবেই, আপোসের সাথে সহবাসে।

মন্তব্য করুন