উপহার
এক গোছা টাটকা রক্ত গোলাপ
উপহার দিয়ে তুমি আজ করলে
মোর সাথে যে নিবিড় প্রেমালাপ।
পরাণ বন্ধু ওগো, তুমি আমারে চিরদিন
এমনি ভাবেই নিয়ত গভীর ভালোবেস।
মরণ দিনেও আজিকার মতো আকুল হয়ে
মোর শিয়রের পাশে এসে বোস।
সংসার জীবনে, যাপিত দিনে
ছন্দ পতনে আমার ছোট্ট কোন ভুলে
আমায় ছেড়ে একলা ফেলে যেওনা চলে।
হয়তো আমি তোমার চোখে
দীর্ঘ সময় ধরে রূপবতী – গুণবতী
কোন যোগ্যতার মাপ কাঠিতে
তব পাশে দাঁড়াতে পারবো না।
রূপ যৌবন তো আর চিরদিনের সঙ্গী হয় না ?
সেদিনও তুমি এভাবেই উপহারে গোলাপ দিয়ো।
রান্নার স্বাদেরও বয়সের ভারে হয়ে যেতে পারে বিস্বাদ ?
সেদিন তুমি আমায় ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়েই দেখো
বল তুমি, হুটপাট করে বিচ্ছেদ মামলা এনে
জীবনের অবেলায় আমাকে কোটে তুলবে না ?
তার আগে পারলে তীব্র সায়ানাইট বিষ এনে দিয়ো
আমি তোমার তরে কোন গোপন চিরকুট লিখে যাবো না।