Skip to content

উপত্যকা – শাহানাজ পারভীন সরকার

আশ্বিন মাস।
মুহ্যমান গোধূলি মাঝে,
রক্তিমাভ উপত্যকার মৃগনাভি
দিনান্তে ফেলেছে নিশ্বাস।
একটু স্তব্ধ শ্লেষে, দৃঢ়তায়
চক্রবুহ্যের সম্মুখীন।

চারিদিকে সবুজ, কিন্তু
আজ লালের বিবর্তনে বাদামি।
হিসেব-নিকেশের কলকারখানায়
মনের সমীকরণের ক্ষয়িষ্ণু ধ্বংসস্তূপ।
মন্থর ঘড়ির কাঁটা সাক্ষ্য দিতে দিতে ক্লান্ত
অস্তিত্বের শেকড় উদঘাটনের।

কিছুটা আক্ষেপ আঁচলে লুকিয়ে
কোনো এক অনিকেতের ঘরে ফেরা,
কিংবা, গোধূলির ধুলোর বিন্দু
আবিরের মত হয়ে আকাশে পাক খেয়ে
দুর্বোধ্য নিয়তিবেষ্টিত হৃদয়ে
নিঃশোষিত শান্তির প্রলেপ।

উপত্যকার স্পর্শকাতর আবর্ত
যখন ছুঁয়ে যাচ্ছিল দিগন্তের শেষ ঘাসটিকে ,
মুহুর্তের শিহরণে অপ্রকট প্রশ্নসমূহ,
স্তিমিত আলোয় তখনও
কলোহাস্যে খুঁজে যাচ্ছিল
স্বকীয় উজ্জীবনী।

1 thought on “উপত্যকা – শাহানাজ পারভীন সরকার”

মন্তব্য করুন