তোমার রহস্য জানতে চাই
তাই তোমার রহস্য এই ডুবে যাই
এই রহস্য এর উন্মোচন চাই
লোক চক্ষুর সামনে
জানাতে চাই, তোমার-আমার অথবা আমার তুমার
প্রতিটি নিশ্বাসের কথা,সময়ের ঘড়িতে ক্ষনিকে জমে উঠা কথাশুন্য কথা
চোখ,ঠোট এবং চিবুক হয়ে নিম্নগামী কথা
যা একান্ততে আবদ্ধ তুমাতে এবং আমাতে
যে সময়ের গন্ধ, স্বাদ এবং রুপ শুধুই তোমার আমার ইজারাধীন
সেই রহস্যের উন্মুক্ত দরপত্র ছেড়েছি
একন্ত তুমিহীনতায় অথাবা তুমি শুন্যতায়