একটি অপরিচিতা দুপুর চাই,
কিংবা একটি কুমারী রাত।
অসংকোচের পূর্ণিমায় ডাকবে-
আকাশ গড়িয়ে জোছনা প্রপাত।
আমি,
জারুল ফুলের সুরভী ভরে,
শহুরে গ্রীষ্মের উল্লাস।
হারিয়ে যেতে চাই,
লুকিয়ে যদি পাই,
সুর্যাস্তে পৃথিবীর উচ্ছাস।
আমি আজ প্রেমিক হবো,
যত্ন হবো,
আকুতি হবো আঁকড়ে বাঁচার।
ভরসা হয়ে ছুটি দেবো-
আটকে থাকা মনটা খাঁচার।
ঐযে প্রাগৈতিহাসিক চাঁদ,
মানুষ দেখে-
চাঁদের গায়ে লেপ্টানো অপবাদ।
শুধু আমি দেখি,
গভীর মায়ায় মোড়ানো,
নিঃস্ব হওয়ার ফাঁদ।
৬ জুলাই, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা