Skip to content

ইস্কুল হ্যাংলা-শুভশ্রী রায়

পাঁচশো পড়ুয়া মোটে শিক্ষক দুই, রাজ্য বাংলা
গরীব ঘরের তবু শিক্ষার জন্য কেন যে হ্যাংলা
তুলনা করে দেখুন, কতটা অন্ধকার এই দেশ
তবু তো গরীব বাঙালি শিশু পায় শিক্ষার রেশ
কোনো মতে ফ্যানভাত তবু রোজ আসা চাই স্কুল
খালি গুরুমশাই পাঠাতে হয়ে যায় সরকারি ভুল।

1 thought on “ইস্কুল হ্যাংলা-শুভশ্রী রায়”

মন্তব্য করুন