Skip to content

আসিবে কি ফিরে – রবীন্দ্রনাথ দাস।

তোমার ভালোবাসায় পবিত্রতা ছিল
মনের মধ্যে ছিল ভালোবাসার স্তূপ,
অধরের রাঙা লেপেছিল কতো কি
তোমার আঙ্গিনায় ভরা প্রেমের রূপ।

আর কোনোদিন আসিবে কি
আসিবে কি, ফিরে সেই দিন?
গঙ্গা আর পদ্মার মিলন স্থলে
বসে দু দন্ড মনকে করিব রঙিন।

আকাশ রঙিন করে সূর্য. .
যখন গিয়েছে পাটে,
আশা ভরা রঙিন চোখে
স্বপ্ন-রা খেলায় মেতে থাকে মনের প্রতি বাটে।

হায়! স্বপ্নের বাস্তব রঙ আর তুলি
সব গচ্ছিত তোমার কাছে,
ফাঁকা ক্যানভাসে জৈষ্ঠের খরা
বসন্তের কোকিল ডাকে না গাছে।

তবু, ব্যথা ভরা মনে, কল্পনায় আঁকিতেছে ছবি,
দু দন্ড মনকে করিতে রঙিন।

মন্তব্য করুন