কেউ ভালো নেই, কেউ ভালো থাকেনা
তবুও সামনের প্রশ্নাতুর চোখে চোখ রেখে জবাব দিতে হয়
ভালো আছি।
এই ভাবেই নিজেকে ভালো রাখি।
আর প্রতিনিয়ত ঠকিয়ে চলি
নিজের ভবিষ্যৎ প্রজন্মকে।
কেউ ভালো নেই, কেউ ভালো থাকেনা
তবুও সামনের প্রশ্নাতুর চোখে চোখ রেখে জবাব দিতে হয়
ভালো আছি।
এই ভাবেই নিজেকে ভালো রাখি।
আর প্রতিনিয়ত ঠকিয়ে চলি
নিজের ভবিষ্যৎ প্রজন্মকে।