হিসেব ছাড়া আষাঢ় মেঘের বৃষ্টি
ভালোবাসি তোমায় আমি এমন
যখন তখন মেঘ আড়ালের কোণে
মন দীঘির ওই পদ্ম পাতার কোলে।
মন কেমনের আষাঢ় ঝরা দুপুর
ঝমঝমিয়ে আমার টিনের চালে
তখন তুমি নাই বা এলে কাছে
তোমার গন্ধে মাতাল হতেও রাজি।
নীরবতার সম্বলটুক নিয়ে
আষাঢ়ে মেঘ বৃষ্টি ঝরায় মনে
গা ভিজিয়ে বকুল গাছের তলায়
আঁচল তোমার ভিজবে যেদিন তখন।
চাঁদ মাখা ওই সন্ধ্যামালতীর পাঁপড়ি
খানিক দূরে তোমার ছায়া ভাসে
আহ্লাদে সাঁঝ আমায় কাছে টানে
কাছে পেতে তোমার ভেজা হাসি।
বর্ষা এলো আষাঢ় মেঘের ভেলায়
যাবো ভেসে তোমায় নিয়ে একাই
এক পশলা বৃষ্টি না হয় হোক
দু ফোঁটা জল পড়ুক ঠোঁটের ওপর।
ভালোবাসা তাই এঁকে দিয়ে গেলে
আষাঢ় মেঘের মেঘ বালিকা হয়ে
বৃষ্টিতে মন খুঁজছে শুধু তাই
সারা বছর আষাঢ় থাকিস জুড়ে।