Skip to content

আশা

আমি কত শত রাতের পর রাত পার করেছি
শুভ্র সকালের হিমেল হাওয়ায় নিজেকে দুলিয়েছি
তপ্ত রোদে নিজেকে পুরিয়েছি
শীতের তীব্রতাকে আলিংগন করেছি
শুধু মাত্র পরিবর্তনের আশায়
আমি অবহেলাকে শুকিয়েছি নিজ শরীরে
আঝরে ঝড়ে যাওয়া ঘামে
রক্তচক্ষুতে আপোষ মেনেছি
শুধুই পরিবর্তন আসবে বলে
আমি শোককে পাথর করে রেখেছি
আনন্দকে করেছি ম্লান
বেধেছি বোবা সুরে গান
কোন এক বিকেলে গলা ছেড়ে গাইবো বলে
একটি পরিবর্তনের গান

মন্তব্য করুন