Skip to content

আলোর দিকে – আনোয়ার হোসেন চৌধুরী

আলোর দিকে তাকিয়ে থাকায়,
আমার একটা অপেক্ষা আছে।
যার ব্যাস হয়তো-
দূর আকাশের ছাদ ছাড়িয়ে।
তাঁরায় তাঁরায় সারিবদ্ধ পথ মাড়িয়ে।
দূরে বহু দূরে, হয়তো কেউ দাঁড়িয়ে,
অপেক্ষার অন্য প্রান্তে।
যার ধৈর্য্য আছে, আলস্য আছে,
যে প্রতিদিনই টানছে কাছে-
আরো কাছে।

আলো নাকি আমার চুল ঘেষে থাকে।
লেপ্টে থাকে আমার হাসিতে।
এইতো সেদিন, সে জানিয়ে দিলো।
চোখ দিয়েছে বেনিতে।
রাত্রি যখন সুন্দর করে সাজে।
ঝিঁঝিঁর ডাকে চোরা বাতাস বাজে।
ও আমাকে লুকিয়ে দেখে,
রেশমি মৃদু উজ্জ্বলতা রেখে।
আজ আমার চোখে ধরা পরেছে।
চঞ্চলতায় ভর করেছে,
আধারে হারিয়ে থাকা-
ভ্রান্ত এক সাধ ধরেছে।

আলোর দিকে তাকিয়ে থাকায়,
আমার একটা ইচ্ছা আছে।
গোপন চোখে চোখ ফেলার ইচ্ছা।
জানবে না কেউ,
শুধু আমি আর আলোর,
এমন কোন কিচ্ছা।
পূর্ণিমার চোরা বালিতে ডুবে যাওয়ার ইচ্ছা।
কাজল ধুয়ে যে অন্ধকার গলে যায়,
চুপি চুপি মেশে আমার-
নিস্তব্ধ নিশ্বাসে।
হারানো বয়ঃসন্ধির হাহাকার,
রঙিন ভয় আর-
নিজেকে নতুন চেনার বিশ্বাসে।

আলোর দিকে তাকিয়ে থাকায়,
আমার একটা মরন আছে।
উড়তে উড়তে ডানা ভাঙ্গার মরন।
কবে থেকে শুরু করেছি,
মনে নেই, না আছে স্বরন।
জ্যোৎস্না ভাঙ্গায় এমন পোড়ন,
কখনো হৃদয় পোড়েনি।
এঁকে যাওয়া চোখের রেখায়,
পাপড়ি সমেত পলক দেখায়,
কারো মুখ ধরেনি।
তবুও চেয়ে থাকি আলোর দিকে।
পাশ ফেলা ছায়াটুকু হয়ে যায় ফীকে।
সাদা কালো ছবির মতো,
চৌচির আমি,
আলোয় ক্ষত বিক্ষত।
আলোর দিকে তাকিয়ে আমার,
অনিশ্চিত অপেক্ষা যত।

৩১- জানুয়ারি, ২০২৪
মন্ট্রিয়াল ক্যানাডা

মন্তব্য করুন