Skip to content

আয়রে সোনার ময়না — শাহ্ আলম আল মুজাহিদ

আয়রে সোনার ময়না,
পরতে দেব গয়না।
মারি গেছে দুধ আওড়াতে,
একটু থাক না সাথে।

ওরে মনা, কথা শোন —
দুধের আছে অনেক গুণ!

Tags:

মন্তব্য করুন