Skip to content

আমি বনাম সত্যেন্দ্রনাথ দত্ত – তাসরিন ইসলাম রিতু

ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথের ভাষ্যমতে,

কুকুর পায়ে কামড় দিয়েছে দিক

তাই বলে অনুরূপ তোমার করাও কি ঠিক?

আমি বলি উত্তরে

এই মহান কবিরে-

মানছি ঠিক নয়

ধৈর্যের‌ও তো সীমা আছে

কতক্ষণ মানবে সয়?

কুকুরের পায়ে কামড় দেব না

নিজের গাল তাতে নোংরা হবে

যদি ঢিল নাহি ধরি এ হস্তে

সমাজে কুকুর বেড়ে যাবে।

এমন শাস্তি দাও কুকুরকে

যেন বাকি কুকুর পায় ভয়

একটা কুকুর‌ও আর কামড়াবেনা

ঘটবে জালিমের পরাজয়।

পাকিস্তানি কুকুর রুখতে

বাঙালি যদি না নিত ঢিল সেদিন

জালিমের আয়ত্তে মজলুম হয়ে

আজও থাকতাম মোরা পরাধীন।
( সমাপ্ত )

সত্যেন্দ্রনাথ দত্তের ‘উত্তম ও অধম’ কবিতার মূলভাব এর বিপরীত হচ্ছে আমার এই কবিতাটা। আমি সত্যেন্দ্রনাথ দত্ত কে অমান্য করছি না । তার লেখা এই কবিতার শিক্ষা অবশ্যই এই সমাজের জন্য প্রয়োজনীয়। তবে কিছু কিছু সময় উল্টোটাও করতে হয়। এটাই বোঝাতে চেয়েছি আমি।

মন্তব্য করুন