আমি কিন্তু মানুষ একটা।
রোবট কিংবা, মেশিন নই।
ভুল করি, কষ্ট দেই
প্রেমীক হয়ে সঙ্গী হই।
আমি কিন্তু মানুষ একটা।
কবিতা কিংবা, গল্প নই।
প্রেম করি, ভালোবাসি,
অভিশাপ হয়ে সঙ্গে রই।
আমি কিন্তু মানুষ একটা।
শেকল কিংবা নিয়ম নই।
পাপ করি, গুনাহ্ করি,
শূদ্ধ হবার আশায় রই।
আমি কিন্তু মানুষ একটা,
দানব অথবা ফেরেশতা নই।
ভান করি, দান করি,
সত্য মিথ্যায় বেঁচে রই।
আমি কিন্তু মানুষ একটা,
সবার মাঝেই মিশে রই।
ভেতর বাহির যাই বলো,
সবার মতো দেখতে নই।
আমি কিন্তু মানুষ একটা,
ভালোবেসে তুষ্ট নই।
তোমার আমার প্রেম কাব্যে-
পুনর্বার জন্ম লই।
……………………………………………………………………
৫ সেপ্টেম্বর, ২০২৪ (লেখা শুরু কবে মনে নেই)
মন্ট্রিয়াল, ক্যানাডা