আমার গ্রাম
বিজন বেপারী
আমার সোনা রুপার গ্রাম
লক্ষ কোটি দাম
সোনার মানুষ সোনার ফল
ডুমরিয়া নাম।
পেয়ারা ফলের স্বর্গ সেথা
আইলে আইলে হয়
মন খুশিতে খাই’যে মোরা
যখন ইচ্ছে হয়।
ধান আছে পাট আছে
সবুজ সবুজ ঢেউ,
আমড়া আছে বাগান ভরা
লেবু জামরুল কেউ।
শিক্ষক আছে বাড়ি বাড়ি
নেইতো শিক্ষার অভাব,
আপ্যায়নে পটু তাঁরা
এইতো তাদের স্বভাব।
দশের তরে ঝাঁপিয়ে পরে
হোক না গরীব ধনী,
গাঁয়ের স্বাদ যে পাইনা কোথা
গাঁয়ের কাছে ঋণী।
বাবার গড়া কৃষি খামার
কত্ত করেছি কাজ,
সেই দিনগুলো ছিলো মজার
স্মৃতিতে মনের মাঝ।
বাবার আদর মায়ের স্বপ্ন
গাঁয়ের’ই পথে পথে,
এমন গাঁয়ের মাটি যেনো
ভুলি না কোন মতে।
বিজন বেপারী
ডুমরিয়া, ঝালকাঠি, বরিশাল।