Skip to content

আমার সূর্য – রাজা চক্রবর্তী

প্রতিদিন সকাল হলেই, তোমায় দেখব বলে,
হে আমার সূর্য, তুমি আলোয় ওঠো ভরে ।
তোমার ওই আলোর মাঝে, অনেক দেখি ছায়া,
সে ছায়ায় দেখেছি আমি, কত জীবনের মায়া ।

বেঁচে থেকে এ পৃথিবীতে, মরার রাজ্যে বাঁচা ।
এ রাজ্যের মানুষগুলো, এখনো আছে তাজা ।
তাজা প্রাণ মারবে নাকি, এমন ছায়া দিলে ।
হে আমার সূর্য, তুমি আবার ওঠো জ্বলে ।

স্ফুলিঙ্গ টা উড়বে দেখো, ঝড়ো হাওয়ার বাতাসে ।
তোমার আমার দেখা হবে, মহাকাশের ওই আকাশে ।
চিনতে কি পারবে তখন ? চেনার মতন চিনে ।
হে আমার সূর্য, তুমি আবার ওঠো জ্বলে ।

পৃথিবীটা ঘুরছে বলেই, তোমার কাছে যাওয়া ।
পুড়িয়ে খাঁক করে দাও, যত, নষ্ট ছায়ার মায়া ।
আমি তো বসে আছি, আগুন জ্বলবে বলে ।
হে আমার সূর্য, তুমি আবার ওঠো জ্বলে ।

1 thought on “আমার সূর্য – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন