বইয়ের কভার জুড়ে যে ছবিটি এখনো আছে
সেটাই আমার শহর ,
পরিপাটি জীবনের সুর
এটা আমার শহর ।
রাত পেরিয়ে প্রথম দিনের আলোর সাথে পাখির মিষ্টি কলতান :
ঘুম ভাঙ্গা শিশুটিও বলে
এই শহরটি তার ,
ইতালিয়ান পিজ্জা আর সাথে বিয়ার
রাত ভোর আড্ডায় মুখরিত ,
যে শহরের স্বপ্ন বুকে ধারণ করে
ভালোলাগা এভাবেই এই শহরে ছড়িয়ে পড়েছে ।