Skip to content

আমার জীবন নদী চলছে বাইয়া – ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

বাঘাবারো গীত

আমার জীবন নদী চলছে বইয়া
সেই নদীতে পাঁচ জন মাঝি
একটি নৌকায় হাল ধরিয়া
ডানে যাবে না বামে যাবে
ঝগড়া কইরা আমায়
ফেলছে প্যাচে রে
আমার জীবন নদী চলছে বইয়া রে
আমার জীবন নদী চলছে বইয়া রে।।

জীবন নদীর পানি সাদা
নৌকার নাম আবেগ দাদা।
পাঁচ জনতে করে চুরি
মন নিয়ে কাড়াকাড়ি।
তাদের পাল্টায় পইড়া আমার
তাদের পাল্টায় পইরা আমার জাত কূল মান গেলো রে।
আমার জীবন নদী চলছে বইয়া রে
আমার জীবন নদী চলছে বইয়া রে।।

দুই টি পাখি ডেকে বলে
মানব তুমি মৃত্যুর কথা মনে তোমার আঁকো
পাঁচ টি মাঝি বলে আমায়
রঙ্গরসে দিন কাটাও আনন্দে থাকো।
বাঘাবারো পইরা প্যাচে পাখির কথা ভুইলা গেছে।
মরণ হলে কবর ঘরে আজাব হবে
তখন উপায় কিরে
আমার জীবন নদী চলছে বইয়া রে
আমার জীবন নদী চলছে বইয়া রে।।

1 thought on “আমার জীবন নদী চলছে বাইয়া – ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো”

মন্তব্য করুন