আবুল তাবুল খোকার ভাষা,
মাঠে নেমে গানের চাষা।
পাতায় পাতায় বাজায় বাঁশি,
বলতে থাকে “ভালোবাসি”।
তালগাছকে বলে “দাদু”,
নদী দেখে ডাকে “বাদু”!
ছাগল দেখে বলে “ভাই”,
বলতে বলতে হাঁচি পাই।
হিজিবিজি লেখে খাতা,
কেউ বুঝে না কিসের কথা!
ছড়ায় ছড়ায় খোকার আশা—
আবুল তাবুল খোকার ভাষা।