ঘুমের দুনিয়া থেকে,বহু ক্রোশ দূরে,
ভাবনা চেতনা সব,ফেলিয়া অতীতে,
যত দর্শনীয় স্থান,দেখে ঘুরে ঘুরে,
সব ছেড়ে আসিয়াছি,কাঁদিতে কাঁদিতে;
এই জনহীন আর,শব্দহীন দেশে,
কুয়াশা দিঘির গায়ে,পড়ে যেন ঝুঁকে,
স্মৃতিদের প্রেত যত,ভিড় করে এসে,
শুতে চেয়ে ছিল যারা,প্রেমিকার বুকে।
যায়না কখনো প্রেম,লোভ দিয়ে কেনা,
তবুও নিহত হতে,হয় প্রতিদিন,
স্বপ্ন সব পরাজিত,কনিষ্কের সেনা,
প্রেম যেন মূর্তি তার,মস্তক বিহীন;
আবার বরষা আসে,দুঃখ দেয় ধুয়ে,
ভালোই রয়েছি হেথা,কবরেতে শুয়ে।